ফেইসবুক এডস বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি এডস নেটওয়ার্ক। বর্তমান সময়ে সকল অনলাইন ব্যবসায়ীর অনলাইন ব্যবসা প্রচারের অন্যতম মাধ্যম এটি। তবে এই এডস ব্যবহারে কিছু বিধিনিষেধ আছে। আজকের লেখায় যেসব পন্যের প্রচারে নিষেধ আছে তা তুলে ধরা হলো।

১. অ্যালকোহলঃ

ফেইসবুকে অ্যালকোহল জাতীয় পন্যের ফেইসবুক এডস এর মাধ্যমে প্রচার নিষিদ্ধ। কিন্তু অ্যালকোহল ফ্রি দেশগুলোতে অ্যালকোহলের উপর বিজ্ঞাপন দেওয়া যায়। এক্ষেত্রে বিজনেস লাইসেন্সসহ অনেক তথ্যাবলী সাবমিট করে পারমিশন নিতে হয়। তবে বাংলাদেশে অ্যালকোহল জাতীয় পন্যের প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।

যেসব ধরনের কন্টেন্টের এডস ফেইসবুকে দেওয়া যায় না

২. ড্যাটিংঃ

ফেইসবুকে ড্যাটিং সার্ভিসের বিজ্ঞাপন নিষিদ্ধ, তবে ফেইসবুকের ড্যাটিং গাইড রিকুয়ারমেন্ট পূরণ হলে শর্তসাপেক্ষে এর বিজ্ঞাপন করা যায়।

৩. অনলাইন গ্যামলিং বা গেমিংঃ

অনলাইনে বাজি ধরা এই জাতীয় কন্টেন্টের ফেইসবুকে বিজ্ঞাপন নিষিদ্ধ। তবে কিছু ক্ষেত্রে গাইডলাইন মেনে শর্তসাপেক্ষে এর বিজ্ঞাপন দেওয়া যায়।

৪. ফার্মেসিঃ

কোন ধরনের অনলাইন প্রেসক্রাইভড ঔষধ সাধারণভাবে ফেইসবুকে বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ। তবে LegitScript সার্টিফিকেট নিয়ে এই ধরনের পন্যের বিজ্ঞাপন দেওয়া যায়।

৫. ড্রাগসঃ

যেকোন ধরনের ড্রাগস জাতীয় মেডিসিনের বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ।

৬. সাবসক্রিপশন সার্ভিসঃ

যেসব অনলাইন পন্য বা সার্ভিসের সাপস্ক্রিপন অপশন রয়েছে সাধারণভাবে সেগুলোর বিজ্ঞাপন নিষিদ্ধ। তবে শর্ত সাপেক্ষে করা যাবে।

৭. ফিন্যান্সিয়াল এবং ইন্সুইরেন্স পন্য বা সার্ভিসঃ

এই জাতীয় পন্যের প্রচার সাধারনভাবে করা যায় না, তবে শর্তসাপেক্ষে করা যাবে।

৮. ব্রাণ্ডেড কন্টেন্টঃ

সরাসারি যেকোন ব্রান্ডেন্ড প্রডাক্ট বা কন্টেন্ট অন্য পেইজ থেকে বিজ্ঞাপন দেওয়া যাবে না। তবে যদি পার্মিশন থাকে তবে ওই বিজ্ঞাপনে ওই ব্রাণ্ডকে কে মেনশন করে বিজ্ঞাপন দেওয়া যাবে।

৯. সোস্যাল ইস্যুস, ইলেকশন বা পলিটিকসঃ

সাধারন ভাবে এই জাতীয় কন্টেন্টের বিজ্ঞাপন গ্রহনযোগ্য নহে। তবে শর্তসাপেক্ষে করা যাবে।

১০. ক্রিপটোকারেন্সীঃ

ক্রিপটোকারেন্সী জাতীয় বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ। তবে শর্তসাপেক্ষে পার্মিশন নিয়ে বিজ্ঞাপন দেওয়া যায়।

১১. ড্রাগস বা অ্যালকোহল নিরাময় কেন্দ্রঃ

এধরণের সেবা কেন্দ্রের বিজ্ঞাপন নিষিদ্ধ। তবে Legitscript সার্টিফিকেশন নিয়ে করা সম্ভব।

১২. কসমেটিক্স এবং হেলথ উন্নয়নঃ

১৮ বছরের নিচে ব্যক্তিদের কাছে এধরনের এডস প্রচার নিষিদ্ধ।

১৩. সোসাল ক্যাসিনো গেমসঃ

সোসাল ক্যাসিনো গেইম, যেগুলোতে রিয়েল অর্থ বাজি ধরা যায় না সেগুলোকে সোস্যাল ক্যাসিনো গেইম বলা হয়। ১৮ বছরের নিচে ব্যক্তিদের জন্য প্রচার নিষিদ্ধ।

১৪. অস্ত্রঃ

কোন ধরনের অস্ত্রের ক্রয়-বিক্রয় সম্পর্কিত বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ।

১৫. তামাকজাত পন্যঃ

সকল প্রকার তামাকজাতীয় পন্যের বিজ্ঞাপন নিষদ্ধ। যেমন, বিড়ি, সিগারেট, ভ্যাপ, স্মোকিং সিমুলেটর প্রভৃতি।

প্রত্যাশা করছি আজকের আর্টিকেলটি ফেইসবুক এডসের নিষেধ গুলো সম্পর্কে একটি স্পষ্ট ধারনা প্রদাণ করেছে। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুবিধা করে দিন।